রায়পুর: সত্কারের জন্য প্রয়োজনীয় অর্থ নেই। তাই ছেলের মরদেহ ফিরিয়ে দিলেন অসহায় মা। দেশজুড়ে লকডাউন চলা এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ছত্তিশগঢ়ে।
লকডাউনের ফলে দেশের মানুষের একটা বড় অংশ, বিশেষ করে, দরিদ্ররা তীব্র সমস্যার মুখে পড়েছেন। এই কঠিন সময়ে দুবেলা দুমুঠো খাবারের সংস্থান করতেও সমস্যায় পড়েছেন অনেকেই।
গত দুমাসে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের দুঃখকষ্টের বহু ঘটনাই সামনে এসেছে।ছত্তিশগঢ়ে ওই মহিলার এমনই অসহায়তার ঘটনা সামনে এল। অসুস্থতার কারণে মৃত্যু হয় তাঁর ছেলের। কিন্তু শেষকৃত্য করার মতো টাকাপয়সা না থাকায় ছেলের দেহ ফিরিয়ে দিতে বাধ্য হলেন তিনি।
অম্বিকাপুরের ১৫ বছরের কিশোর অসুস্থতার কারণে মারা যায়। তার বাবা লকডাউনের কারণে আটকে গিয়েছেন উত্তরপ্রদেশে পৈতৃক বাড়িতে। এরফলে তীব্র আর্থিক সংকটে পড়েন ওই মহিলা। ছেলের শেষকৃত্য করার মতো অর্থ তাঁর হাতে ছিল না।
তাই শোকার্ত মা তাঁর সন্তানের দেহ নিতে অস্বীকার করলেন। এ কথা ছড়িয়ে পড়ার পর স্থানীয় কয়েকজন এগিয়ে আসেন। তাঁরা টাকা সংগ্রহ করে ওই মহিলার হাতে তুলে দেন। শেষপর্যন্ত একটি এনজিও ও পুলিশ কর্মী ওই মহিলার সাহায্যে এগিয়ে আসেন এবং তাঁর ছেলের শেষকৃত্য সম্পন্ন করেন।
লকডাউনে আটকে স্বামী, নেই শেষকৃত্য করার মতো অর্থ, ছেলের দেহ ফেরালেন মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2020 05:04 PM (IST)
সত্কারের জন্য প্রয়োজনীয় অর্থ নেই। তাই ছেলের মরদেহ ফিরিয়ে দিলেন অসহায় মা। দেশজুড়ে লকডাউন চলা এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ছত্তিশগঢ়ে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -