হায়দরাবাদ: বন্দি সংখ্যা কম। তাই বন্ধ করে দেওয়া হচ্ছে জেল! এমনটাই হতে চলেছে তেলঙ্গনায়।


তেলঙ্গনার ডিজি (কারা) ভি কে সিংহ জানিয়েছেন, রাজ্যের কারা দফতরের নেওয়া বিভিন্ন সংশোধনী ও পুনর্বাসনমুখী পদক্ষেপের জন্য জেলে বন্দিদের সংখ্যা অনেকটাই কমে এসেছে। তেলঙ্গনায় ৩৫টি উপ-জেল রয়েছে। বন্দি সংখ্যা কমে যাওয়ায় চলতি বছরের শেষে আরও তিনটি উপ-জেল বন্ধ করে দেওয়া হবে।


ডিজি জানান, নিজামাবাদ জেলায় আরমুর ও বোধান সাব-জেল, খাম্মাম জেলায় মধিরা সাব-জেল এবং ওয়াড়াঙ্গাল জেলায় নরসমপেট ও পরকাল সাব-জেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যোগ করেন, বর্তমানে আরমুর, পরকাল ও বোধানে মাত্র ২ জন বন্দি রয়েছে। নরসমপেটে রয়েছে ৭ জন। মধিরায় রয়েছে ১০ জন।


ডিজি বলেন, বন্দিদের সংশোধন-পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে, বন্দিরাও উদ্বুদ্ধ। তারাও এখন পুলিশের হাতে হাত মিলিয়ে সমাজ থেকে অপরাধ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। গত তিন বছর ধরে আমরা রাজ্য থেকে অপরাধ কমানোর প্রয়াস করছি। যার ফলস্বরূপ, গত ২ বছরে বন্দি কম থাকার ফলে এই নিয়ে মোট পাঁচটি জেল বন্ধ করা হচ্ছে।