নয়াদিল্লি: সন্ত্রাস-হামলার হলে পুরোদস্তুর প্রস্তুত থাকতে দেশের বিমানবন্দরগুলিকে ঢেলে সাজাতে উদ্যোগী হল কেন্দ্র।
সূত্রের খবর, অ্যান্টি-টেরর কভার বা সন্ত্রাসদমন ব্যবস্থাকে আরও মজবুত করতে দেশের প্রধান প্রধান বিমানবন্দরগুলিতে স্মার্ট সিসিটিভি ক্যামেরা, আর্মার্ড ভ্যান ও অধিক নিরাপত্তা রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে।
বিমানবন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে সাধারণত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআইএসএফ থাকে। আপাতত তারা দেশের ৫৯ বিমানবন্দরে নিরাপত্তা প্রদান করে। সেগুলিতেই প্রাথমিকভাবে এই ‘কনসেপ্ট’ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হবে। এর জন্য সিআইএসএফ-কে নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য যাবতীয় প্রয়োজনীয় সামগ্রীর তালিকা তৈরি করতে।
কেন্দ্রীয় সূত্রের খবর, একবার এই নতুন ব্যবস্থা কার্যকর হলে, বিমানবন্দরগুলির নিরাপত্তা বিশ্বের অন্যতম সেরা হবে। সম্প্রতি, সিআইএসএফ, অসামরিক বিমান চলাচল ও বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার শীর্ষ কর্তাদের নিয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্যানেল গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি বাছাই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
বাহিনীর আশা, আগামী কয়েকমাসের মধ্যেই নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হয়ে যাবে। সিআইএসএফ ডিজি ও পি সিংহ জানিয়েছেন, বিমানবন্দরগুলিতে সার্বিক নিরাপত্তা কাঠামোর খোলনলচে পরিবর্তন করতে ইতিমধ্যেই কনসেপ্ট প্রক্রিয়া-পর্ব কাগজে-কলমে হয়ে গিয়েছে। সেখানে যাবতীয় নিরাপত্তা বৈশিষ্ট্য অনুসরণ করা হবে।
জানা গিয়েছে, বিমানবন্দরে থাকা বর্তমান সিসিটিভিগুলিকে পরিবর্তন করে তার জায়গায় স্মার্ট সিসিটিভি বসানো হবে। নতুন সিসিটিভি-তে চেক-ইন থেকে শুরু করে বিমান পর্যন্ত—একজন যাত্রীর যাবতীয় গতিবিধি নজরে থাকবে। পাশাপাশি, ফুটেজের গুণমান আরও উন্নত করার ওপরও জোর দেওয়া হয়েছে। বিমানবন্দরে থাকবে সিআইএসএফ-এর কুইক রেসপন্স টিম (কিউআরটি)। এঁদের জন্য থাকবে আর্মার্ড ভেহিকল। কোনও প্রকার হামলা হলে যাতে বাহিনী দ্রুত মোকাবিলা করতে পারে, তার জন্য ওই গাড়িগুলিতে যাবতীয় সরঞ্জাম থাকবে। এছাড়া, বিমানবন্দরের সীমানাগুলিতেও পাঁচিল দিয়ে নিরাপত্তা বৃদ্ধি করা হবে।