নয়াদিল্লি: জয়া বচ্চন সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন নরেশ আগরওয়াল। সমাজবাদী পার্টি (সপা) তাঁকে রাজ্যসভায় ফের পুনর্মনোনয়ন না দিয়ে জয়াকে টিকিট দেওয়ায় গতকাল বিদ্রোহ করে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন নরেশ। কিন্তু গেরুয়া শিবিরে যোগদানের মঞ্চেই মন্তব্য করেন, তাঁকে বঞ্চিত করে ছবিতে নাচাগানা করা একজনকে টিকিট দেওয়া হল! তীব্র প্রতিক্রিয়া হয় এতে। আজ নরেশ বলেন, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। তবুও আমার কথায় কেউ আহত বোধ করলে দুঃখিত। কথা ফিরিয়ে নিচ্ছি। যদিও একইসঙ্গে মিডিয়া তাঁর মন্তব্য বিকৃত করেছে বলে অভিযোগ করেন তিনি।
গতকালই বিজেপি নরেশের মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ জানিয়ে দেন, নরেশ দলে স্বাগত, কিন্তু তাঁর ওই মন্তব্য করা ঠিক হয়নি, তা মেনে নেওয়া যায় না।
জয়া বচ্চন সম্পর্কে মন্তব্য প্রত্যাহার, বিকৃত করেছে মিডিয়া, দাবি নরেশের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Mar 2018 02:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -