নয়াদিল্লি: বিয়ের যোগাড়যন্ত্র সব হয়ে গিয়েছে। বিয়ের ঠিক একদিন আগে বরপক্ষ পাঁচ লক্ষ টাকা পণ চেয়ে বসে। সেই টাকা কনেপক্ষ দিতে অস্বীকার করায় বিয়ে বাতিল করে দেয় বরের পক্ষ। এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন কনে। দিল্লির সঙ্গম বিহার একালার বাসিন্দা ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘাজলা শিনের সঙ্গে নয়ডার রশিদ আহমেদ আনসারির গত ২৫ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল। সেই মতো বিয়ের আয়োজন, অনুষ্ঠান স্থল বুকিং এবং যাবতীয় প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছিল কনের পরিবার। কিন্তু বিয়ের একদিন আগে বর ও তাঁর বাবা পাঁচ লক্ষ টাকা পণ দাবি করেন।
পুলিশ এই ঘটনায় বর ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।