নয়াদিল্লি:  নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে ওই চাঞ্চল্যকর ঘটনার চার বছর পূর্ণের ঠিক আগের রাতে ফের দিল্লির রাজপথে ধর্ষিতা তরুণী।

২০ বছরের ওই ধর্ষিতা তরুণী দিল্লি এসেছিলেন চাকরির খোঁজে। বৃহস্পতিবার রাতে নয়ডা যাওয়ার জন্যে এইমস-এর সামনে থেকে একটি ট্যাক্সি নেন তরুণীটি। ওই ট্যাক্সি চালকই নয়ডা যাওয়ার পথে দক্ষিণ দিল্লির মোতি বাগে একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।





তরুণীটি একটি পুলিশের টহলদারি ভ্যান দেখে, পুলিশকে সজাগ করতে চিত্কার করেন। পরিস্থিতি বেগতিক বুঝে তরুণীকে ফেলে পালায় ট্যাক্সি চালক। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানেই মেয়েটি অভিযোগ দায়ের করে। রাতেই অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেয়েটিকে যে গাড়িতে ওই ট্যাক্সি চালক তুলেছিল, সেই গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্টিকার লাগানো ছিল। কিন্তু অভিযুক্ত চালক ওই মন্ত্রকের কর্মী নয় বলে জানা গিয়েছে। পুলিশের ধারণা জাল স্টিকার লাগানো ছিল ক্যাবের গায়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।