কোডারমা (ঝাড়খণ্ড): ঝাড়খণ্ডে ‘নির্ভয়া কাণ্ড’। বাসের মধ্যে ধর্ষণ করা হল ৩২ বছর বয়সি এক মহিলাকে। অভিযুক্ত বাসচালক ও তার সহযোগী পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই মহিলা ঝাড়খণ্ডের কোডারমা জেলা থেকে একটি বেসরকারি বাসে চড়ে বিহারের নওয়াদায় যাচ্ছিলেন। কোডারমার তিলাইয়া অঞ্চলে বাকি যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে চালক ও তার সহযোগী মিলে ওই মহিলাকে ধর্ষণ করে।

পুলিশ ধর্ষিতাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। তাঁর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা শুরু হয়েছে।

ঝাড়খণ্ড মহিলাদের জন্য একেবারেই সুরক্ষিত নয়। গড়ে প্রতি আট থেকে নয় ঘণ্টায় এক মহিলার ধর্ষিতা হওয়া থেকেই সেটা স্পষ্ট। স্বাভাবিকভাবেই এই রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।