বলরামপুর: মোবাইল ফোনে কথা বলা নিয়ে বচসা। আর তার জন্য স্বামীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বলরামপুর।


খবরে প্রকাশ, গত ৭ তারিখ এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ফোনে স্ত্রী পূজার বেশি কথা বলা নিয়ে আপত্তি জানান স্বামী নাঙ্কে। এতে দুজনের মধ্যে বচসা বাধে।


এই ঘটনার পর রাতের খাওয়া শেষ করে নাঙ্কে শুয়ে পড়লে ক্ষিপ্ত পূজা তাঁর ওপর কেরোসিন ঢেলে জ্যান্ত পুড়িয়ে দেয়। নাঙ্কের চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে হাসপাতালে ভর্তি করান।


অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লখনউয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাতেও শেষরক্ষা হয়নি। ১২ তারিখ মারা যান নাঙ্কে। এই ঘটনার পর থেকেই অবশ্য বেপাত্তা পূজা।


এদিকে, পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তাঁদের দাবি, ৮ তারিখই, পূজার বিরুদ্ধে অভিযোগ করা হয়। কিন্তু, চারদিনে পূজাকে আটক করেনি পুলিশ।


ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।