অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ‘ভূতে’র ঘাড়ে দোষ চাপাল স্বামী
ABP Ananda, web desk | 08 Jun 2017 01:58 PM (IST)
নয়ডা: নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে ‘ভূতে’র ঘাড়ে দোষ চাপাল স্বামী। নয়ডার সেক্টর-১২২-এ ঘরি চৌখণ্ডি এলাকায় এই ঘটনা ঘটেছে। ২০১৬-তে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তাদের একটি সন্তানও রয়েছে। ছাদ থেকে স্বামী ফেলে দেওয়ার পর ওই মহিলা জীবিত থাকলেও সংজ্ঞাহীন। তাঁর নাম ববিতা। দিল্লির সফদরজঙ হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী অমর সিংহ স্ত্রী ববিতাকে ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ববিতার ভাই বলেছেন, অমরই তাঁকে খবর দিয়েছিলেন। অমর ফোন তাঁকে জানান যে, ববিতাকে ‘ভূত’ ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু সে কথা বিশ্বাস হয়নি তাঁর। তিনি বলেছেন, অমর মাঝেমধ্যেই পণ চেয়ে ঝামেলা করত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।