ঠানে: শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচার এবং স্বামীর বিরুদ্ধে চিঠিতে তালাক দেওয়ার অভিযোগ করলেন মহারাষ্ট্রের ঠানে জেলার ভিওয়ান্ডি শহরের এক মহিলা। শান্তিনগর থানার ইন্সপেক্টর কে ডি যাদব বলেছেন, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।


২০ বছর বয়সি ওই মহিলার অভিযোগ, ২০১৬ সালে তাঁর বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর ও ননদ ৫০ টাকা পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন। অত্যাচার সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরে আসেন। এরপর চিঠি দিয়ে তাঁকে তালাক দেন স্বামী।