জুয়ায় হারলেন স্বামী, ধর্ষিতা স্ত্রী!
Web Desk, ABP Ananda | 12 Jul 2017 05:50 PM (IST)
ইন্দৌর: মহাভারতে দ্রৌপদীকে বাজি রেখে পাশা খেলে হেরেছিলেন পান্ডবরা। মহাকাব্যের সেই একই ঘটনা দেখা গেল ইন্দৌরে। স্ত্রীকে বাজি রেখে জুয়া খেলে হেরে গেলেন এক ব্যক্তি। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের লজ্জা ঠেকিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু ইন্দৌরের ওই মহিলা কারও সাহায্য পেলেন না। তাঁকে ধর্ষণ করল দুই ব্যক্তি। ইন্দৌরের মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জ্যোতি শর্মা বলেছেন, গতকাল সাপ্তাহিক জনশুনানির সময় ওই মহিলা অভিযোগ করেন, জুয়ায় তাঁর স্বামীর কাছ থেকে তাঁকে জিতে নিয়েছে বলে ধর্ষণ করে দুই ব্যক্তি। এরপর থেকে এখনও পর্যন্ত তারা হেনস্থা করে চলেছে। এই ঘটনার পর তিনি আর স্বামীর সঙ্গে থাকছেন না। তবে ওই মহিলা সরকারিভাবে অভিযোগ দায়ের না করায় মামলা করেনি পুলিশ।