ঠানে: স্বামী জেলে। সেই সুযোগে ৩৬ বছরের এক মহিলাকে ধর্ষণ করল তাঁর স্বামীর দুই বন্ধু। মহারাষ্ট্রের পালঘর জেলায় এই ঘটনা ঘটেছে। তুলিনিজ থানার পুলিশ জানিয়েছে, সাহায্য করার টোপ দিয়ে ওই মহিলার কাছে যায় ওই দুই অভিযুক্ত।  গত শুক্রবার পালঘরের নাল্লা সোপারা এলাকার চাওলে ওই মহিলার বাড়িতে যায় দুই অভিযুক্ত। এরপর ওই মহিলাকে ধর্ষণ করে হুমকি দেয়। মহিলার অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। তাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।