এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ, গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, উত্তরপ্রদেশে ভ্রুণ নিয়ে থানায় তরুণী
Web Desk, ABP Ananda | 23 Jul 2018 11:04 AM (IST)
আমরোহা: এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ এবং তার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ করলেন এক তরুণী। তিনি ব্যাগে করে ভ্রুণ নিয়ে থানায় হাজির হন। তাঁর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক। হাসানপুর কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার দেবেন্দ্র শর্মা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম মনোজ (২২)। ওই তরুণী ও তাঁর মায়ের অভিযোগ, পাঁচ মাস আগে বন্দুক দেখিয়ে ধর্ষণ করে মনোজ। এই ঘটনার কথা কাউকে জানালে পরিণতি ভাল হবে না বলে হুমকিও দেয় সে। ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে গর্ভপাত করায় মনোজ। হাসানপপুর পুলিশের সার্কেল অফিসার অজয় কুমার জানিয়েছেন, ‘ওই তরুণীর পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা দায়ের করেছি। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভ্রুণটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’