জম্মু: সেনাবাহিনীর মহিলা অফিসার আত্মঘাতী? গতকাল সেনাবাহিনীর এখানকার এক ইউনিটে মেজর অনিতা কুমারী নামে মহিলা সেনা অফিসার নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জনৈক পুলিশকর্তা জানান, ৩৬ বছর বয়সি অনিতাকে গতকাল বারি ব্রাহমানায় তাঁর নিজের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলেই অনুমান করা হচ্ছে। ময়না তদন্ত চলছে, এ ব্যাপারে মামলাও রুজু করা হয়েছে।  ফরেনসিক টিমও ঘটনাস্থলে গিয়েছে বলে জানান পুলিশকর্তাটি। এদিকে কোর্ট অব এনকোয়্যারির নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ। হিমাচল প্রদেশের মেয়ে মেজর অনিতা সেনার সার্ভিস কর্পসে ছিলেন।