বেঙ্গালুরু: আমাজন ইন্ডিয়াকে প্রতারণার অভিযোগ। গ্রেফতার মধ্যবয়সি মহিলা। আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা তিনি, ইঞ্জিনিয়ারিং স্নাতক। অভিযোগ, আমাজন থেকে দামী মোবাইল, এসএলআর ক্যামেরা, টিভি সেট জাতীয় বিলাসবহুল পণ্য কিনতেন, তারপর সেগুলি খারাপ মানের বলে দাবি করে হুবহু একইরকম দেখতে জিনিসপত্র ফেরত দিয়ে ক্ষতিপূরণ আদায় করতেন তিনি। আর আমাজন থেকে কেনা আসল পণ্যগুলি বেচে দিতেন অন্য একটি শপিং পোর্টালে।
পুলিশ জানিয়েছে, জিনিসপত্র কেনার ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার কাস্টমার রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিফান্ড চাইতেন তিনি।
লেনদেনে গরমিল নজরে পড়ার পর অভ্যন্তরীণ তদন্ত করে দেখে আমাজন। সেখানেই ওই মহিলার প্রতারণা ধরা পড়ে। জানা যায়, তিনি এরকম ১০৪টি জাল লেনদেন করেছেন, যার আর্থিক পরিমাণ ৬৯ লক্ষ টাকার বেশি।
বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ওই মহিলা।
আমাজন থেকে মালপত্র কিনে ফেরত দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার মহিলা
Web Desk, ABP Ananda
Updated at:
11 May 2017 03:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -