নীতি পুলিশগিরি! বিয়ে ঠিক হয়েছে, পুরুষ বন্ধুর সঙ্গে বেরনোয় অসমে মহিলাকে মারধর! গ্রেফতার ১২
Web Desk, ABP Ananda | 09 Apr 2018 09:34 PM (IST)
গুয়াহাটি: নীতি পুলিশগিরির অভিযোগ অসমে। গোয়ালপাড়ায় এক মহিলা পুরুষ বন্ধুর সঙ্গে একটি মেডিকেল সেন্টারে যাওয়ার সময় নিগৃহীত হয়েছেন। গোয়ালপাড়ার পুলিশ সুপার অমিতাভ সিনহা বলেছেন, এটা নীতি পুলিশগিরির ঘটনা। যত দূর জানা গিয়েছে, ওই মহিলার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। গতকাল তিনি এক পুরুষ বন্ধুর সঙ্গে কোথাও গিয়েছিলেন। একদল যুবক তাঁদের আক্রমণ করে। মূলত ওদের নিশানায় ছিলেন মহিলাই। ২২ বছরের যুবতীকে মারধর করে হামলাকারীরা। নিগৃহীতা ও হামলাকারীরা সকলেই গারো সম্প্রদায়ের। সোস্যাল মিডিয়ায় যুবতীর ওপর হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, একদল লোক চুলের মুঠি ধরে মেয়েটির মুখে আঘাত করছে, লাথি মারছে। পুলিশ এ ঘটনায় একটি এফআইআর দায়ের করে গতকাল ও আজ মিলিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। আরও কেউ হামলায় যুক্ত কিনা, জানতে আরও তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার।