সাহারানপুর: কয়েক সপ্তাহ আগেই তাত্ক্ষণিক তিন তালাক অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এরপরও  তালাক চলছেই। পণের দাবি না মেটায় কাগজের টুকরোয় লিখে স্ত্রীকে তিন তালাক দিল স্বামী। উত্তরপ্রদেশের সাহারনপুরে এই ঘটনা ঘটেছে।

সাহারানপুর (গ্রামীন) পুলিশ সুপার বিদ্যা সাগর মিশ্র বলেছেন, সইদ নামে এক ব্যক্তির সঙ্গে চার বছর আগে বিয়ে হয়েছিল ওই মহিলার। ওই মহিলার অভিযোগ, পণ বাবদ ১ লক্ষ টাকা ও একটি মোটর সাইকেল না পেয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গত বছর বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

স্ত্রীর সঙ্গে দেখা করতে গত বুধবার শ্বশুরবাড়িতে যান সইদ। সেই সময় স্ত্রীর সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। ধারালো ছুরি নিয়ে স্ত্রীর ওপর সইদ চড়াও হন বলে অভিযোগ। এরপর একটি টুকরো কাগজে তিনবার তালাক লিখে সেটি স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে পালান সইদ। জখম মহিলার চিত্কারে ঘটনাস্থলে ছুটে আসেন বাড়ির লোকজন।

সঙ্গে সঙ্গে ওই মহিলাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে গাগোহ থানায় ওই মহিলা স্বামী, শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সুপার বলেছেন, ওই মহিলার পরিবার আর্থিক দিক থেকে স্বচ্ছল নয়। তাঁর বাবা অসুস্থ। ঘটনার তদন্ত চলছে।