রোদ চশমায় স্পাই ক্যাম লাগিয়ে নভি মু্ম্বইয়ের থানার ছবি তুলে আটক এক যুবতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Dec 2017 03:17 PM (IST)
মুম্বই: চোখে রোদ চশমা পরে, তাতে স্পাই ক্যামেরা লাগিয়ে, নভি মুম্বইয়ের রাবেলা থানার বিভিন্ন ঘরের ছবি তুলে ফেলেন এক যুবতী। গতকাল সকালে স্বপ্না অমরসিংহ সান্ধু, নামে ৩৫ বছরের ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ। রোদ চশমায় স্পাই ক্যাম লাগিয়ে ভিডিও রেকর্ডিং করছিলেন ওই মহিলা। এমনকি ডিউটি অফিসার ও ক্রাইম রিপোর্টের ঘরের সমস্ত ছবিও ওই চশমার ভেতর থাকা স্পাই ক্যাম ব্যবহার করে তুলে ফেলেন ওই যুবতী। সরকারি গোপনীয়তা ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে ওই যুবতীর বিরুদ্ধে। প্রসঙ্গত, যেকোনও থানায় ক্রাইম রেকর্ড রুমে সকলের প্রবেশাধিকার থাকে না। এমনকি, সেখানকার কোনওধরনের ছবি তোলার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। মোট ১৭টি ভিডিও ক্লিপ তুলেছেন সান্ধু। জানা গিয়েছে, ওই যুবতী, তথ্যের অধিকার জানার আর্জি নিয়ে থানায় গিয়েছিলেন। তখনই গিয়ে এই কাণ্ডটি করে ফেলেন ওই যুবতী। মহিলার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে সেকশন ৩ ও ৭ অনুযায়ী মামলা রুজু হয়েছে।