খাণ্ডোয়া: অন্য জাতের এক ছেলেকে বিয়ে করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে চলা এক তরুণীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর বাবার জন্য। পরিবারের সম্মান রক্ষার অজুহাতে এই নৃশংস ঘটনা মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার চৈনপুর সরকার গ্রামের। আজ সকালে লক্ষ্মী বাই (১৯) নামে ওই তরুণীকে পুড়িয়ে মারেন তাঁর বাবা সুন্দরলাল যাদব (৫২)। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার ভাই রাজেন্দ্র যাদবকে (২৮) আটক করা হয়েছে।
খালোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৈলাশ পানসে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতার পরিবারের লোকজন অন্য জাতের ছেলেকে বিয়ের সিদ্ধান্তে রাজি ছিলেন না। আজ সকালে সাড়ে সাতটা নাগাদ যখন ওই তরুণী বাড়ি থেকে চলে যাচ্ছিলেন, তখন তাঁর পথ আটকান বাবা। এরপর তিনি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। প্রতিবেশীরা পুলিশে খবর দেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
অন্য জাতের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় তরুণীকে পুড়িয়ে মারলেন বাবা!
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jul 2018 08:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -