সিসিটিভিতে ধরা পড়ল: দেড় বছরের শিশুকে নির্দয় মারধর মায়ের
ABP Ananda, web desk | 26 Aug 2016 04:38 AM (IST)
নয়াদিল্লি: নিজের সন্তানের প্রতি এমন নৃশংস আচরণ করতে পারেন মা! খাটে শোয়া দুধের শিশুকে নির্দয়ভাবে পেটাচ্ছেন এক মহিলা। তুলে আছাড়ও মারছেন। উত্তরপ্রদেশের বরেলির এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে উঠতে হয়। ঘরে রাখা সিসিটিভি ক্যামেরাতে শিশুটির ওপর এই অত্যাচারের ঘটনা ধরা পড়েছে। শিশুটির বাবা-মায়ের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার জেরেই এই অত্যাচার। ভিডিও প্রকাশ্যে আসার পরও অবশ্য এখন ওই মহিলার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যায়নি। বেদান্ত নামের ওই শিশুর বয়স মাত্র দেড় বছর। ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যাচ্ছে, বেদান্ত তার মায়ের সঙ্গে বসে রয়েছে। মহিলার চেহারা ভালোভাবে দেখা না গেলেও বোঝা যাচ্ছে তিনি বেদান্তর মা পুনম। দেখা যাচ্ছে বেদান্তকে পিছন থেকে টেনে জড়িয়ে ধরেছেন পুনম। কিছুক্ষণ দেখলেই বোঝা যাবে, এটা আদর নয়। প্রবল আক্রোশে যেন চেপে ধরা হয়েছে শিশুটিকে। এরপরই ঘাড় ধরে বেদান্তকে শূন্যে তুলে ধরা হয়েছে। এরপর তাকে বিছানায় ফেলে ফের শুরু হয় মার। মারতে মারতে পুনমের হাতের চুড়িও ভেঙে যায়।ফের গলা টেপারও চেষ্টা করেন পুনম। দেড় বছরের বেদান্ত মায়ের এই আচরণ দেখে হতবাক হয়ে মায়ের দিকেই তাকিয়ে থাকে। অসহায় বেদান্ত তখন কাঁদছে। স্বামীর সঙ্গে ঝামেলার জেরে দেড়বছরের ছেলের ওপর পুনমের রাগ। স্ত্রীর কাণ্ড ফাঁস করতে, পুনমের স্বামী দীপকই ঘরে সিসিটিভি লাগান। যদিও পুনমের দাবি, স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় তাঁকে পাগল প্রতিপন্ন করতেই দীপকের এই চেষ্টা।