মধ্য প্রদেশে নিজের জিভ কেটে ঈশ্বরকে উৎসর্গ করলেন এই মহিলা
ABP Ananda, Web Desk | 10 May 2018 01:58 PM (IST)
মোরেনা: মধ্য প্রদেশের মোরেনায় এক মহিলা নিজের জিভ কেটে স্থানীয় মন্দিরে ঈশ্বরকে উৎসর্গ করেছেন। ৪৫ বছরের ওই মহিলার নাম গুড্ডি তোমার। দেবী দুর্গার ভক্ত গুড্ডি গতকাল যান স্থানীয় তারসামা গ্রামের বিজাসেন মাতা মন্দিরে। সেখানেই নিজের জিভ কেটে ঠাকুরকে সাজিয়ে দেন তিনি। তারপরেই অজ্ঞান হয়ে যান। মন্দিরে উপস্থিত অন্যান্যরা তাঁকে নিয়ে যান জেলা হাসপাতালে, সেখানে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ জানিয়েছে, বিশ্বাস থেকেই এই কাজ করেছেন গুড্ডি। তাঁর স্বামী রবি তোমার জানিয়েছেন, তাঁদের ৩ ছেলে রয়েছে। বিয়ের পর থেকে প্রতিদিন সকাল-সন্ধেয় ওই মন্দিরে যান গুড্ডি। বরাবরই তিনি দুর্গা ভক্ত। কিন্তু আচমকা যে গতকাল পুজোর সময় এমন কাণ্ড ঘটাবেন তা কেউ ভাবতে পারেননি।