গুরুগ্রাম: দিল্লি মেট্রোতে মহিলার সঙ্গে অসভ্যতা। অভিযোগ, মহিলাকে দেখে বিকৃত আচরণ করেন এক ব্যক্তি। ট্যুইটে ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলা। নজরে আসতেই তড়িঘরি তদন্তে দিল্লি পুলিশ।
পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের শুক্রবার। সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লির হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশন কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে। ট্যুইটে মহিলা লিখেছেন, “আমি একটি স্টোর থেকে বেরিয় এসকেলেটরে করে নীচে নামছিলাম। তখনই দেখি আমার পিছনেই একজন দাঁড়িয়ে। পর মুহূর্তেই বুঝতে পারি, ওই ব্যক্তি আমার পিছনে দাঁড়িয়ে বিকৃত আচরণ করছে।” মহিলার দাবি, তিনি সেই সময় ওই ব্যক্তিকে সপাটে চড় মারেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। তবে সেসময় তাঁকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। খানিক দূরে একজন পুলিশ কর্মী থাকলেও তিনি একজন অটো-রিক্সা চালকের সঙ্গে ব্যস্ত ছিলেন। যদিও এই ঘটনায় কোনও রকম লিখিত অভিযোগ দায়ের করেননি ওই মহিলা।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ওই মহিলা লিখিতভাবে কোনও অভিযোগ দায়ের করেননি। গোটা ঘটনার কথা ট্যুইটারে পোস্ট করেছেন। সেটা দেখার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়। অনেকগুলো ট্যুইটের একটিতে এই মহিলা লিখেছেন, “আমি বিস্মিত ও ভীত। লজ্জা হচ্ছে। যেখানে মেট্রো পরিষেবা মহিলাদের জন্য সবথেকে নিরাপদ ছিল, মুখ্যমন্ত্রী পর্যন্ত মহিলাদের জ্ন্য গোটা পরিষেবা ফ্রি করে দিয়েছে সেখানে নিরপত্তারই এমন বেহাল দশা।”
এই ঘটনায় স্বতোপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধি ৩৫৪(এ) ও ৫০৯ ধারায় মামলা করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ। অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার উষা কুণ্ডু জানিয়েছেন, ক্রাইম এগেইনস্ট উইম্যান অ্যান্ড চিলড্রেন সেল ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে দেখেছেন। তাঁরা দিল্লি মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।