ইন্দোর: বাঁধাকপির সঙ্গে ভুল করে সাপের বাচ্চা রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা ও তাঁর কিশোরী কন্যা। ঘটনাটি ঘটেছে ইন্দোরে। গতকাল রাতেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা স্থিতিশীল।


চিকিৎসক ধর্মেন্দ্র ঝাঁওয়ার জানিয়েছেন, আফজান ইমাম (৩৫) ও তাঁর মেয়ে আমনা (১৫) গতকাল গতকাল সন্ধ্যায় বাঁধাকপি রান্না করেন। সেই বাঁধাকপির মধ্যে লুকিয়েছিল একটি সাপের বাচ্চা। দেখতে না পেয়ে সেটিকেও বাঁধাকপির সঙ্গে কেটে রান্না করে খেতেও শুরু করেন তাঁরা। এরপর সাপের বাচ্চাটির শরীরের একটি অংশ দেখতে পান তাঁরা। হাসপাতালে ভর্তি করার সময় তাঁরা বমি করছিলেন। কী জাতের সাপ তাঁরা খেয়েছেন, সেটা জানা যায়নি। সাপের বিষ তাঁদের রক্তে মিশে গিয়েছে কি না, সেটা জানার জন্য বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। হাসপাতালেও আরও দু দিন তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে।