ঠানে: মুম্বই-বিশাখাপত্তনম এক্সপ্রেসে যমজ সন্তানের জন্ম দিলেন মুম্বইয়ের এক মহিলা। মা ও যমজ সন্তান সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে। আজ সকালে এই ঘটনা ঘটেছে। ৭.৫২ নাগাট ট্রেনটি কল্যান স্টেশনে ঢোকার সময় প্রসব বেদনা শুরু হয় সালমা তবসুম শেখ নামে ৩০ বছরের ওই মহিলার। সঙ্গে সঙ্গে এ খবর রেলওয়ে পুলিশকে জানানো হয় বলে মধ্য রেলের মুখপাত্র সুনীল উদাসি জানিয়েছেন।

কিছুক্ষণ পরেই ওই মহিলা যমজ সন্তানের জন্ম দেন। যাত্রী, রেল ও পুলিশ কর্মীরা আনন্দ, উচ্ছাসে মেতে ওঠেন। ওই সময় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন কল্যাণের স্টেশন ম্যানেজার। সেইসঙ্গে মধ্য রেলের মেডিক্যাল টিম ও রেল পুলিশও পৌঁছে যায়। ট্রেনটি কল্যাণ স্টেশনে আধঘন্টা থামিয়ে রাখা হয়।

সন্তান প্রসবের পর মহিলাকে ট্রেন থেকে নামিয়ে রুক্মিণীবাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন উদাসি।

ওই মহিলার ঘাটকোপার এলাকার বাসিন্দা।