ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু মহিলার
Web Desk, ABP Ananda | 14 Jan 2017 09:11 PM (IST)
আমদাবাদ: স্কুটার চালিয়ে যাওয়ার সময় ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদে। মকর সংক্রান্তির দিনটিতে গুজরাতে ঘুড়ি উড়িয়ে উত্তরায়ণ উৎসব পালন করা হয়। সেই ঘুড়ির সুতোই প্রাণ কাড়ল। পালদি থানা সূত্রে জানা গিয়েছে, মালতীবেন লঙ্গাডিয়া নামে ওই মহিলা আমদাবাদের বাসনা অঞ্চলের বাসিন্দা ছিলেন। ধরণীধর সেতুর উপর দিয়ে স্কুটার নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। মালতীবেনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে, এদিনই দক্ষিণ গুজরাতের ভালসাড জেলার কাঁকওয়াড়ি গ্রামে একটি কেটে যাওয়া ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে ১২ বছর বয়সি একটি ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।