পটনা: চিকিত্সার ক্ষেত্রে লেনদেন চলবে পুরোনো ৫০০, ১০০০-এর নোটে, সরকারের এই নির্দেশিকা সত্ত্বেও বাতিল নোট নিতে অস্বীকার হাসপাতালের। খুচরোর অভাবে গয়ার সরকারি হাসপাতালে বিনা চিকিত্সায় মৃত্যু প্রসূতির।



জানা গিয়েছে, খুচরো না থাকায় ৫০০ টাকার নোট হাসপাতালে দিয়েছিলেন রোগীর আত্মীয়রা, কিন্তু তা নিতে অস্বীকার করে বিহারের অনুগ্রহ নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ডায়ালিসিস সেন্টার। চিকিত্সার না পেয়ে মৃত্যু হয় মঞ্জু দেবী নামে ওই মহিলার। ঘটনায় ১৫ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ বিহার মানবাধিকার কমিশনের।



বিহার মানবাধিকার কমিশনের সদস্য নীলমণি জানিয়েছেন, এই ঘটনায় সরকারি হাসপাতালের গাফিলতির ছবিটা স্পষ্ট। নোটিশ পাঠানো হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। ১৫ দিনের মধ্যে হাসপাতালকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কমিশন। তিনি বলেন, সরকারি নির্দেশিকা সত্ত্বেও কেন নোট নিতে রাজি হল না হাসপাতাল! সরকারি হাসপাতালগুলিও কেন বেসরকারি সংস্থার মতো আচরণ করছে!