শতাব্দী এক্সপ্রেসে বৃদ্ধার মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jun 2016 10:13 AM (IST)
সহারানপুর: শতাব্দী এক্সপ্রেসের মধ্যেই মৃত্যু হল ৭৫ বছর বয়সি এক মহিলার। উত্তরপ্রদেশের দেওবন্দপুর ও সহারনপুর স্টেশনের মাঝে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অসুস্থতাকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির রজৌরি গার্ডেনের বাসিন্দা ওই বৃদ্ধা তাঁর দুই মেয়েকে নিয়ে ট্রেনে ওঠেন। তিনি সহরানপুরে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ট্রেনে ওঠার আগে থাকতেই তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। তা সত্ত্বেও তিনি ট্রেনে ওঠেন। কিন্তু যাত্রা শেষ হল না।