মুম্বই: ১২, ৭০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিতে যুক্ত নীরব মোদী, যাঁর বিরুদ্ধে গতকাল এক বিশেষ আদালত জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তিনি গত ২৬ ফেব্রুয়ারি ইডিকে একটি চিঠি দিয়েছেন। টাকা প্রতারণার এত বড় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নীরব ইডিকে লেখা চিঠিতে বলেছেন, তাঁর সংস্থার এক মহিলাকর্মী যিনি এক্সিকিউটিভ পদে ছিলেন, নাম কবিতা মনকিকর, তাঁকে বেআইনি ভাবে গ্রেফতার করেছে সিবিআই।
গত ২৬ ফেব্রুয়ারি, ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্চনা সালায়াকে লেখা এক চিঠিতে মোদী বলেন, যদি সংস্থার মহিলা কর্মীকে গ্রেফতারিতে এভাবে নিয়ম লঙ্ঘিত হয়, তাহলে তিনি এই তদন্তের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। এমনকি তিনি নিজের নিরাপত্তা নিয়েও বিশেষভাবে চিন্তিত বলে চিঠিতে দাবি নীরব মোদীর।
প্রসঙ্গত, কবিতা মনকিকরের আইনজীবীর দাবি, একজন মহিলাকে সূর্য ডোবার পর আর গ্রেফতার করা যায় না। কিন্তু কবিতাকে রাত ৮টার সময় গ্রেফতার করা হয়েছিল। এদিকে ২৬ ফেব্রুয়ারির আগে মোদী আরও একটি চিঠি ইডিকে গত ২২ ফেব্রুয়ারি লেখেন। যদিও নীরবকে তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিকবার তলব করেছে। কিন্তু মোদী ইডির দফতরে আসেননি। সূত্রের খবর, তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।
পিএনবি কেলেঙ্কারি: বেআইনিভাবে ‘গ্রেফতার’ সংস্থার মহিলাকর্মী, নীরব মোদীর চিঠি ইডিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2018 01:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -