জয়পুর: পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দাদা। সেই শোক সহ্য করতে না পেরে দাদার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী বছর ২৮-এর তরুণী। রাজস্থানের দুঙ্গারপুর জেলার সতীরামপুর গ্রামের ঘটনা।

পুলিশ জানিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই তরুণীর দাদা বছর ৩৫-এর ভেলারাম মানাতের। মা, দাদার সঙ্গে একই বাড়িতে থাকতেন ওই তরুণী। দাদার মৃত্যু শোক মেনে নিতে পারেননি বোন। পরিবারের অন্যরা যখন শ্মশান থেকে বাড়ি ফিরে আসে, সেই সময় জ্বলন্ত চিতায় ঝাঁপ দেন তিনি। কয়েকজন দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। কিন্তু ততক্ষণে শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে গিয়েছে। ডাক্তার জানায়, তাঁর মৃত্যু হয়েছে। ওই স্থানেই শেষকৃত্য হয় বোনেরও।