মুজফ্ফরপুর: বাড়িতেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হল এক মহিলা ইঞ্জিনিয়ারকে। বিহারের মুজফ্ফরপুরের ঘটনা।

পুলিশ জানিয়েছে, মুজফ্ফরপুরের মরায়ুল ব্লকের একটি সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন মধ্যবয়সী ওই মহিলা। বজরঙ্গ বিহার কলোনিতে যে ভাড়া বাড়িতে তিনি থাকতেন, সেখানেই জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে তাকে। চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে প্রতিবেশীরাই পুলিশে খবর দেয়। তারা এসে ওই মহিলার দেহ বের করে।

পুলিশের সূত্রে খবর, সীতামারির বাসিন্দা ওই মহিলার বয়স ৩৫-৪০ এর মধ্যে। তাঁর দুই সন্তানও রয়েছে। কিন্তু ঘটনার সময় বাড়িতে তিনি একাই ছিলেন।

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার সহকর্মীদেরও।