নয়াদিল্লি: রেল বলেছিল, উত্তর রেলের দিল্লি ডিভিশনে অপরাধ করে গিয়েছে। এই দাবির এক মাসের মধ্যেই ডাকাতকে বাধা দিতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেলেন এক মহিলা।


মৃতার নাম সুধীর বনশল, বয়স ৪২। ছেলে গৌরবকে নিয়ে গতকাল যোগ এক্সপ্রেসে রাজস্থানের ভিওয়ান্ডি থেকে দিল্লি আসছিলেন তিনি। গৌরবকে তার নতুন কলেজ হোস্টেলে ছেড়ে দেওয়ার কথা ছিল তাঁর। ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুরনো দিল্লি স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কমে যায়। তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা সুধীরের পার্স ছিনতাই করে এক দুষ্কৃতী। ধাক্কাধাক্কিতে সুধীর চলন্ত ট্রেন থেকে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, অন্ধকারের সুযোগে অপরাধী চম্পট দেয়। অত ভোরে ট্রেন প্রায় ফাঁকা থাকায় তাকে সনাক্ত করার মত কেউ নেই। ফলে অপরাধীকে ধরতে সমস্যায় পড়েছে তারা। সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।