মহিলাকে গোমাংস খেতে বাধ্য করার অভিযোগ, ধৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2016 04:13 PM (IST)
পটনা: কলকাতার এক মহিলাকে জোর করে ধর্মান্তরিত করা, গোমাংস খেতে বাধ্য করা এবং অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে দু জনকে আটক করল পুলিশ। ওই মহিলার অভিযোগ, পটনার ফুলওয়াড়ি অঞ্চলের বাসিন্দা আসিফের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পরেই স্বামী ও পরিবারের লোকেরা তাঁকে এক মাস মাদ্রাসায় থাকতে বাধ্য করেন। সেখানে তাঁকে গোমাংস খাওয়ানো হয় এবং ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তাঁর আরও অভিযোগ, জোর করে পর্ন ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে স্বামী ও তার পরিবারের লোকেরা। তাঁর উপর অত্যাচারও করা হত। পটনার গাঁধী ময়দান থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।