বালিয়া (উত্তরপ্রদেশ): যোগী আদিত্যনাথের সভায় সকলের সামনে এক মহিলাকে জোর করে বোরখা খোলানোর অভিযোগ ওঠার পর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল বালিয়া জেলা প্রশাসনের। গতকাল মুখ্যমন্ত্রী সভায় পৌঁছনোর আগে ওই মহিলাকে দিয়ে বোরখা সরানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের এই পদক্ষেপ। জেলাশাসক সুরেন্দ্র বিক্রম ম্যাজিস্ট্রেটকে তদন্ত করতে বলা হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। সায়রা নামে ওই মহিলার দাবি, তাঁকে কর্তব্যরত মহিলা কনস্টেবলরা বোরখা সরাতে বলেন। সেই নির্দেশ মেনে নেন তিনি। নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করে সায়রা তাঁর গ্রাম থেকে তাঁদের চিরাচরিত পোশাকে ওই সভায় গিয়েছিলেন বলে জানান। পুলিশ সুপার অনিল কুমার ভিডিও ফুটেজটি তাঁদের হাতে এসেছে, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
তিনদিন আগে মিরাটে নির্বাচনী সমাবেশে কালো পতাকা দেখানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। এ ব্যাপারে ধস্তাধস্তির মধ্যে এক ব্যক্তিকে মারধরও করেন বিজেপি সমর্থকরা। পুলিশ সুপার বলেন, এমন ঘটনার কথা কেউ বলেনি। তবে আমাদের কাছে নির্দেশ ছিল, মুখ্যমন্ত্রীকে সভায় কোনও কালো পতাকা যেন দেখানো না হয়। আমি বোরখা সরানোর ব্যাপারটা দেখব। প্রশ্ন উঠেছে, নিছক নিরাপত্তাজনিত কারণেই মহিলাকে বোরখা সরাতে বলা হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ ছিল।