নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে বাড়ির বাইরে বেরলে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে দিল্লি প্রশাসন। তবে তার তোয়াক্কা না করেই রাস্তায় বেরিয়ে পড়েছিলেন উরুগুয়ের এক মহিলা। সাইকেল চালিয়ে। শুধু তাই নয়, পুলিশ পথ আটকালে সেই মহিলা রীতিমতো তর্ক জুড়ে দিলেন।


দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহার এলাকার রাস্তায় শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটে। সাইকেল নিয়ে বেরিয়েছিলেন ওই মহিলা। তাঁর মুখে ছিল না মাস্ক। সেই সময় বসন্ত বিহারের স্টেশন হাউস অফিসার (এসএইচও) রবি শঙ্করের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকা পাহারা দিচ্ছিল। পশ্চিমী মার্গ এলাকায় ওই মহিলাকে আটকায় পুলিশ।



ওই মহিলাকে পুলিশ জানায় যে, তিনি মাস্ক না পরে সরকারি নির্দেশ লঙ্ঘন করছেন। তাতেই তর্ক জুড়ে দেন উরুগুয়ের ওই নাগরিক। পুলিশ সূত্রে খবর, পুলিশের ওই আধিকারিকের নামও নোট করে নেন ওই মহিলা। পুলিশ তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে তিনি দেখাননি। পুলিশও তখন পাল্টা তাঁর নাম লিখে রাখে। গোটা ঘটনাটির ভিডিও করে রাখে পুলিশ। উরুগুয়ের হাই কমিশনকে গোটা ঘটনাটির রিপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।