২ বছরের মেয়ের সামনেই মাকে গণধর্ষণ দিল্লিতে, অভিযুক্ত ২ অটো-চালক
Web Desk, ABP Ananda | 10 Sep 2016 05:17 PM (IST)
নয়াদিল্লি: বছর ২১-এর এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ২ অটোচালকের বিরুদ্ধে। ঘটনার সময় ওই তরুণীর সঙ্গেই ছিল তাঁর ২ বছরের মেয়ে। অভিযোগ, নয়াদিল্লি রেলস্টেশন থেকে তাঁকে নিয়ে গিয়ে পূর্বদিল্লির লক্ষ্মীনগর এলাকায় এক নির্জনস্থানে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ওই তরুণী লুধিয়ানা থেকে লখনৌ যাচ্ছিলেন। নয়াদিল্লিতে তাঁর ট্রেন বদলানোর কথা ছিল। তরুণীর অভিযোগ, ওই দুজনের মধ্যে একজন তাঁকে এসে বলে, লখনৌ-এর ট্রেন নয়াদিল্লি থেকে নয়, ছাড়বে আনন্দ বিহার স্টেশন থেকে। এরপর অটোয় উঠিয়ে নিয়ে এক নির্জন এলাকায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেইসময় সঙ্গেই ছিল তাঁর দুবছরের মেয়েটি। নয়াদিল্লি রেলস্টেশনে এসে ওই তরুণী অভিযোগ দায়ের করেন। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর বৈধ কাগজপত্রও তাদের কাছে ছিল না। ঘটনার নিন্দায় সরব দিল্লি অটোরিক্সা ইউনিয়ন।