মুম্বই: দক্ষিণ মুম্বইয়ের পাইধোনি এলাকায় এক মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। পালানোর চেষ্টার সময় বহুতল থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। গ্রেফতার হয়েছে ২ অভিযুক্ত। জানা গিয়েছে, মহিলা উত্তরপ্রদেশের বাসিন্দা। গত রাতে পূর্ব পরিচিত এক ব্যক্তির সঙ্গে ওই বহুতলে আসেন তিনি। দিনদশেক আগে উত্তরপ্রদেশ থেকে তাঁকে মুম্বই নিয়ে আসে ওই ব্যক্তি। প্রতিশ্রতি দেয়, তাঁকে চাকরি পাইয়ে দেবে। থানের ভিওয়ান্ডি এলাকায় ৮ দিন ধরে ছিলেন তাঁরা, তখন লোকটি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। গতকাল রাতে পাইধোনি এলাকার বহুতলে আসার পর  ওই ব্যক্তি সহ ২জনের সঙ্গে তিনি খাওয়াদাওয়া সারেন। তারপর ওই দু'জন ধর্ষণ করে তাঁকে। গভীর রাতে অভিযুক্তরা ঘুমিয়ে পড়লে মহিলা পালানোর চেষ্টা করেন। সে সময় নীচে পড়ে যান তিনি। ভোর ৪টের সময় বহুতলের একটি নর্দমা থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।