রুটি পুড়ে গিয়েছে, তিন তালাক দিল স্বামী, সিগারেটের ছ্যাঁকাও!
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2018 02:44 PM (IST)
প্রতীকী চিত্র
বান্দা (উত্তরপ্রদেশ): সুপ্রিম কোর্ট তিন তালাক বাতিল করলেও এই জঘন্য প্রথা বন্ধ হচ্ছে না। রুটি পুড়ে যাওয়ায় স্বামী তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন এক মহিলা।
গতকাল ২৪ বছরের ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করায় মাহোবা জেলার পাহরেথা গ্রামের ঘটনাটি প্রকাশ্যে আসে বলে জানান এএসপি বংশরাজ যাদব। মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করা হয়েছে বলে জানান যাদব।
গত বছর বিয়ে হয় ওই মহিলার। তাত্ক্ষনিক তিন তালাক ঘোষণার তিনদিন আগে স্বামী তাঁর গায়ে জ্বলন্ত সিগারেটে ছ্যাঁকা দেন বলেও তিনি অভিযোগ জানিয়েছেন।
গত বছরের ২২ আগস্ট সুপ্রিম কোর্ট তিন তালাককে বেআইনি, অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে, জানায়, সংবিধানের যে ১৪ অনুচ্ছেদে আইনের চোখে সবাইকে সমান মর্যাদা দেওয়া হয়েছে, তিন তালাক তার পরিপন্থী। কিন্তু তারপরও তিন তালাক বন্ধ হয়নি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -