নয়াদিল্লি: দিল্লির আদর্শ নগর মেট্রো স্টেশন থেকে ২০টি তাজা বুলেট সহ ধরা পড়লেন এক মহিলা। গতকাল সন্ধেয় পরিবারের লোকজনকে নিয়ে মেট্রো স্টেশনে ঢোকেন ওই মহিলা। ব্যাগ স্ক্যান করার সময় দেখা যায়, সেটিতে বুলেট আছে। এরপরেই সিআইএসএফ আধিকারিকরা ওই মহিলাকে আটক করেন। তাঁর বাবা বন্দুকের লাইসেন্সের কপি দেখান। তবে এ বিষয়ে তদন্তের জন্য ওই মহিলা ও তাঁর পরিবারের লোকজনকে পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ।
প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লিতে মেট্রো সহ সব যানবাহনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বুলেট উদ্ধারের ঘটনার পর আরও সতর্ক হয়ে গিয়েছে সিআইএসএফ।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লি মেট্রোতে ২০টি তাজা বুলেট সহ ধৃত মহিলা
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jan 2018 03:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -