ভোপাল: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক ৮ বছরের বালিকাকে তার জামাইবাবু ও আরও তিনজন ধর্ষণ করেছে বলে অভিযোগ। আর গোটা ঘটনায় তার দিদির প্রত্যক্ষ হাত ছিল। মহারাজপুর পুলিশ ওই মহিলা, তার স্বামী ও আর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে, বাকি ২জনের খোঁজ চলছে। প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা উদ্ধার করে মেয়েটিকে। পুলিশ জানিয়েছে, বছর কয়েক আগে মেয়েটির বাবা, মা মারা যান। ২ বছর ধরে থেকে সে থাকছিল দিদি, জামাইবাবুর সঙ্গে। তার জামাইবাবু দিনমজুরের কাজ করে সংসার চালায়। গত কয়েক সপ্তাহ ধরে ৩৫ বছরের জামাইবাবু, এক প্রতিবেশী ও অপরিচিত ২ ব্যক্তি নিয়মিত ধর্ষণ করত বলে অভিযোগ। গোটা ঘটনায় তার দিদির প্রত্যক্ষ মদত ছিল। ডাক্তারি পরীক্ষায় যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হয়েছে। তার দিদি সহ সব অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।