নয়াদিল্লি: ফের ট্যাক্সিতে নারী নিগ্রহ। ঘটনাস্থল সেই দিল্লি। ১৯ বছরের এক তরুণী অভিযোগ করেছেন, এক ট্যাক্সি চালকের হাত থেকে বাঁচতে রাস্তায় ঝাঁপ দেন তিনি। রবিবার দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় ঘটনাটি ঘটেছে।

অভিযোগকারিণী বলেছেন, তিনি একটি থিয়েটার দলের সঙ্গে যুক্ত, বাড়ি কাপাশেরা এলাকায়। বাড়ি ফেরার জন্য মান্ডি হাউস থেকে ট্যাক্সি ধরেন তিনি। ট্যাক্সিতে ওঠার পর থেকেই চালক তাঁর ফোন নম্বর চাইতে থাকে, বলে, তাঁর সঙ্গে বন্ধুত্ব জমাতে সে অত্যন্ত ইচ্ছুক।

চালককে কোনওভাবেই থামাতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন তরুণীটি। ধৌলা কুঁয়া বাস স্টপের কাছে ট্যাক্সি পৌঁছলে উপায় না দেখে তিনি রাস্তায় ঝাঁপ দেন। অভিযুক্ত ট্যাক্সি চালক এখনও ধরা পড়েনি, তাকে খুঁজছে পুলিশ।