উত্তরপ্রদেশে পরিবারের সম্মানরক্ষায় খুন তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Nov 2017 11:18 AM (IST)
মুজফ্ফরনগর: পরিবারের সদস্যদের হাতে খুন ২৪ বছরের এক তরুণী। পরিবারের সম্মান রক্ষার জন্যই উত্তরপ্রদেশের শামলি জেলার মুনডেট কলা গ্রামের ওই তরুণীকে খুন করা হয়েছে বলে সন্দেহ। জামাইবাবুর সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে ওই তরুণীকে খুন করা হয় পুলিশ সুপার অজয়পাল শর্মা জানিয়েছেন। ওই সম্পর্কের কথা জানার পর গতকাল ওই তরুণীর সঙ্গে বচসা বেধে যায় তাঁর বাবা ও পরিবারের অন্য সদস্যদের। রাগের মাথায় ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে তরুণীর দেহ ফেলে দেওয়া হয় মাঠে। শর্মা জানিয়েছেন, পরিবারের সম্মানরক্ষায় তরুণীকে খুনের কথা কবুল করেছে তাঁর বাবা-ভাই সহ চারজন।