থানে: ঈর্ষার কী ভয়ঙ্কর পরিণতি! ছেলে তার স্ত্রীর দিকে বেশি খেয়াল করছে, বেশি ভালোবাসছে। এই ক্ষোভে তীব্র হতাশায় ভুগছিলেন এক ৫৬ বছরের মহিলা। শেষপর্যন্ত ছেলের বউ ও তাঁর মাকে খুন করলেন মুম্বার বাসিন্দা ওই প্রৌঢ়া। পুলিশ সূত্রে এ খবর জানানো হয়েছে।
রশিদা আকবারালি ওয়াসানি নামের ওই প্রৌঢ়া গতকাল মাদক মেশানো খাবার খেতে দেন পুত্রবধূ ও তাঁর মাকে। এর প্রভাবে ঘুমিয়ে পড়েন ২৪ বছরের পুত্রবধূ সালমা মাকদুম ওয়াসানি ও তাঁর মা শামিন লতিফ শেখ (৫৪)। শামিন মুম্বইয়ের কুর্লার বাসিন্দা। ওই খাবার খেয়ে দুজনে বেহুঁশ হয়ে যান। এরপর রশিদা ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূ ও তাঁর মায়ের গলা কেটে দেন। এমনকি মা ও মেয়ের কানও কেটে নেওয়া হয়। পুলিশ ইন্সপেক্টর সুখদা নারকর এ কথা জানিয়েছেন।
এরপর রাতেই নিজেই মুম্ব্রা থানায় এসে সবকথা জানান রশিদা। পুলিশ তো প্রথমে হকচকিয়ে যায়। পরে রশিদাকে গ্রেফতার করে।
রশিদার ছেলে মাকদুম ওয়াসানির সঙ্গে চার বছর আগে সালমার বিয়ে হয়। সম্প্রতি তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। শিশুটিকে দেখাশোনার জন্য সালমার মা তাঁদের বাড়িতে এসেছিলেন।
কিন্তু ছেলে তাঁকে উপেক্ষা করে পুত্রবধূর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে মনে করে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন রশিদা।
বউকে বেশি ভালোবাসে ছেলে! রাগে পুত্রবধূ ও তাঁর মাকে খুন, থানায় প্রৌঢ়া
ABP Ananda, web desk
Updated at:
09 Aug 2016 11:26 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -