জন্মের কয়েক মিনিটের মধ্যেই সন্তানকে জলে ডুবিয়ে খুন অবিবাহিত তরুণীর
ABP Ananda, web desk | 04 Apr 2017 01:34 PM (IST)
হায়দরাবাদ: জন্মের কয়েক মিনিটের মধ্যেই নিজের সন্তানকে জলে ডুবিয়ে খুন করল ২২ বছরের এক তরুণী। এই নৃশংস ঘটনা ঘটেছে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের তদন্তে জানা গেছে, ওই তরুণী তেলঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা। তিনি অবিবাহিতা। গত সপ্তাহে ওই বেসরকারি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। ওই সময়ই তিনি মাস মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাইদুর্গম থানার ইন্সপেক্টর ডি দূর্গা প্রসাদ বলেছেন, ওই তরুণী যে অন্তঃসত্ত্বা তা হাসপাতাল কর্তৃপক্ষ টেরই পায়নি। গত রবিবার ইভনিং শিফটে কাজে এসেছিলেন ওই তরুণী। গতকাল রাত দেড়টা নাগাদ হাসপাতালের একটি ওয়াশরুম থেকে শিশুর কান্না শুনতে পান কয়েকজন কর্মী। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান হাসপাতালের একজন সিনিয়র ম্যানেজার এবং দুজন নার্স। ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে যে দৃশ্য দেখেন তাতে তাঁরা আঁতকে ওঠেন। দেখতে পান, ওই তরুণী বালতির জলে ডোবাচ্ছেন শিশুটিকে। সন্তান প্রসবের জন্য ওই তরুণীরও তখন প্রচুর রক্তপাত হচ্ছিল। তাঁকে ওই হাসপাতালেই চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে। ওই তরুণীর বিরুদ্ধে খুমের মামলা রুজু করা হয়েছে। তাঁকে জেরা করা হবে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক সন্দেহে, অবিবাহিত হওয়ায় কলঙ্কের আশঙ্কাতেই ওই তরুণীকে সদ্যোজাত সন্তানকে মেরে ফেলেছেন।