রবিবার বেঙ্গালুরুতে পঞ্চায়েত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনার আয়োজন করা হয়। কর্নাটক প্রদেশ কুরবা সঙ্ঘের এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সবকিছুই ঠিকঠাক চলছিল। বিপত্তি ঘটল গ্রুপ ফটো তোলার সময়! আচমকাই মুখ্যমন্ত্রীর গালে চুমু খেয়ে বসেন গিরিজা শ্রীনিবাস নামে এক পঞ্চায়েত সদস্য! অপ্রত্যাশিত এই চুমুর পর তড়িঘড়ি গাল মুছতে উদ্যত হলেও, গালভরা হাসি ছিল মুখ্যমন্ত্রীর মুখে!
মুখ্যমন্ত্রীকে চুমু খেয়ে শিরোনামে আসা গিরিজা, সিদ্দারামাইয়ার কেন্দ্র থেকেই নির্বাচিত। যদিও তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।আগে থেকে এমনটা ঠিক করা ছিল না। সিদ্দারামাইয়া তাঁর পিতৃতুল্য! ঘটনায় জেরে চরম বিড়ম্বনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী। সিদ্দারামাইয়ার সাফাই, ওই তরুণী তাঁর মেয়ের মতো!