হুসেনের সরস্বতী সমর্থনের জের? কেরলে মহিলা লেকচারারকে সোস্যাল মিডিয়ায় খুনের হুমকি
Web Desk, ABP Ananda | 22 Jul 2017 07:20 PM (IST)
তিরুঅনন্তপুরম: কেরলের এক মহিলা লেকচারার সোস্যাল মিডিয়ায় খুনের হুমকি পাওয়ার অভিযোগ জানালেন। দীপা নিশান্ত নামে ওই লেকচারার ত্রিশূরের কেরল ভার্মা কলেজে পড়ান। তিনি দক্ষিণপন্থী গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। তিনি জানিয়েছেন, সম্ভবত কলেজ ক্যাম্পাসে প্রয়াত নামী চিত্রকর এম এফ হুসেনের আঁকা ছবি সরস্বতী-র প্রদর্শনী অনুষ্ঠান সমর্থন করায় তাঁকে খুনের হুমকি দিচ্ছে কেউ। কলেজে নতুন পড়ুয়াদের স্বাগত জানিয়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের দেওয়া ব্যানারে হুসেনের আঁকা ওই ছবি রয়েছে। তিনি তা সমর্থন করেছেন। এজন্য তাঁর মর্ফ করা ছবির সঙ্গে কুরুচিকর মন্তব্য জুড়ে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি তাঁর পরিবারের সদস্যদেরও পাঠানো হয়েছে। ফলে তিনি প্রবল মানসিক অশান্তির মধ্যে রয়েছেন। দীপা ঘটনাটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও ডিজিপি-কে। তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বিস্মিত দীপা বলেন, যে ঘটনায় আমার বিন্দুমাত্র যোগ নেই, সেজন্য যে কুরুচিকর ভাষায় আমায় আক্রমণ করা হচ্ছে, তাতে আমি কী বলব, বুঝে উঠতে পারছি না।