চেন্নাই: তামিলনাড়ুর এক বেসরকারি কলেজের শিক্ষিকা পড়ুয়াদের পরামর্শ দিয়েছেন, পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেতে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কিছু আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে তাদের। তাহলে শুধু নম্বর নয়, সঙ্গে পাওয়া যাবে টাকাও। ঘটনাটি ঘটেছে চেন্নাই থেকে ৫০০ কিমি দূরত্বে বিরুদ্ধনগরে আরুপুকোট্টাইয়ের দেবগঙ্গা আর্ট কলেজে। কলেজটি মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেখানেও ওই শিক্ষিকার বিরুদ্ধে এই মর্মে একটি অভিযোগপত্র জমা পড়েছে।
প্রসঙ্গত, ঘটনাটি একমাস আগে ঘটলেও, গত পরশুই প্রকাশ্যে এসেছে। কারণ, পড়ুয়াদের এই পরামর্শ দেওয়ার সময়ের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে ঘণ্টাখানেক আগে।
এই ঘটনা সামনে আসার পরই কলেজ এবং স্থানীয় মহিলা সংগঠনের তরফে থানায় অভিযোগ জমা পড়ে। মহিলাকে তাঁর বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ৩৭০ ও ৫১১ ধারায় মামলা রুজু করেছে। এদিকে ওই মহিলা শিক্ষিকাকে গ্রেফতারের সময়ও বিশাল নাটক হয়। মহিলা কিছুতেই দরজা খুলছিলেন না। প্রায় ৫০ জন পুলিশের একটি বাহিনী এসে পিছনের দরজা ভেঙে মহিলাকে আটক করে।
এই ঘটনার তদন্তের জন্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেছে তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। সূত্রের খবর, প্রাক্তন এক আইএএস আধিকারিক পুরো ঘটনার তদন্ত করবে।
পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেতে পড়ুয়াদের শিক্ষা বিভাগের আধিকারিকদের ঘনিষ্ঠ হওয়ার পরামর্শ কলেজ শিক্ষিকার!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2018 02:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -