রবিনসন স্ট্রিটের ছায়া আগ্রায়, মায়ের কঙ্কালের সঙ্গে ছয় মাস কাটিয়ে মহিলার মৃত্যু
ABP Ananda, web desk | 26 Feb 2017 11:01 AM (IST)
আগ্রা: কলকাতার রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ডের পুনরাবৃত্তি এবার উত্তরপ্রদেশের আগরায়। অর্জুন নগরে একটি পুরানো ভাঙাচোরা বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। পাশের ঘরেই পাওয়া গেল তাঁর মায়ের কঙ্কাল। পুলিশ জানিয়েছে, ওই মহিলা তাঁর মায়ের কঙ্কালের সঙ্গেই প্রায় ছয় মাস ওই বাড়িতে কাটিয়েছেন। মৃত মহিলার নাম বীনা। তাঁর বয়স ৪৫। প্রতিবেশীরা ওই বাড়ি থেকে গত কয়েকদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন। গতকাল বিষয়টি তাঁর পুলিশকে জানান। পুলিশ এসে বীনার পচাগলা দেহ ও তাঁর মা বিমলার কঙ্কাল উদ্ধার করে।বিমলা পেশায় নার্স ছিলেন।অসবরগ্রহণের পর মেয়ের সঙ্গে থাকতেন তিনি। গত কয়েকমাস স্থানীয়রা বিমলাকে বাড়ির বাইরে বেরোতে দেখেননি। পুলিশ বীনার দেহ ও তাঁর মায়ের কঙ্কাল ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।