বাড়িতে তালা মেরে আটকে রাখায় অভিযুক্ত ছেলে, খেতে না পেয়ে মৃত্যু বৃদ্ধার
Web Desk, ABP Ananda | 10 Dec 2018 01:23 PM (IST)
শাহজাহানপুর (উত্তরপ্রদেশ): ৮০ বছরের মাকে নিজের বাড়িতে তালা মেরে আটকে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছেলে ঘরে আটকে রাখায় না খেতে পেয়ে ওই ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান। রবিবার রেলওয়ে কলোনির ওই বাড়ি থেকে পচা গন্ধ আসছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। বৃদ্ধার ছেলে সলিল চৌধুরী রেলকর্মী এবং সেই সূত্রেই ওই বাড়ি তাকে বরাদ্দ করা হয়েছিল। বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।