বেঙ্গালুরু:  গত সপ্তাহে কাজ থেকে বাড়ির ফেরার সময় ওলা নেন বেঙ্গালুরুবসী এক মহিলা। পেশায় গায়িকা ওই মহিলার অভিযোগ, ভুল রাস্তায় নিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করে ওই চালক। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত দুটো বেজে পনেরো মিনিট নাগাদ কোরামঙ্গলা-বেগুর রোডে।

এরপরই কোনও ক্রমে গাড়ি থেকে নেমে পালিয়ে আসেন ওই মহিলা। তারপর এক ক্লিনিকে এসে নিজের এক বন্ধুকে সেখানে আসতে বলেন। তারপর পুলিশে শ্লীলতাহানির অভিযোগ জানান সেই তরুণীটি।

এই ঘটনায় অভিযুক্ত চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এব্যাপারে ওলা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফে জানানো হয়, তারা ওই চালকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্রই তাকে কাজ থেকে বরখাস্ত করেছে। এছাড়া পুলিশকে তদন্তে সবধরনের সহযোগিতা করারও আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফে।