মুম্বই: থানেতে অটো রিকশার মধ্যে ২৩ বছরের এক তরুণীর শ্লীলতাহানি করে তাঁকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল দুষ্কৃতী।

গতকাল রাতে ঘটেছে এই ঘটনা। চলন্ত অটো থেকে রাস্তায় ছিটকে পড়ায় ভালরকম চোট পেয়েছেন তিনি, পথচারীরা তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছেন।

মুলুন্দ এলাকায় একটি ফিটনেস ফার্মে চাকরি করেন ম্যানেজমেন্ট স্নাতক ওই তরুণী। গতকাল রাত সাড়ে নটা নাগাদ অটো রিকশা করে তিনি থানের ঘোদবান্দার রোডে তাঁর বাড়ি ফিরছিলেন। অটোয় আগে থেকেই বসেছিলেন এক পুরুষ সহযাত্রী। গাড়িটি খানিক দূর যাওয়ার পরেই ওই সহযাত্রী তাঁর গায়ে আপত্তিকর ভাবে হাত দেন বলে অভিযোগ। মহিলা চিৎকার করার পরেও তা থামেনি। আর অটো চালক তাঁকে সাহায্য করার বদলে রিকশা অন্য দিকে ঘুরিয়ে দেয়। তারপর অভিযুক্ত যাত্রী ও অটো চালক মিলে মহিলাকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় পোখরান রোডের এক নির্জন জায়গায় তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় অটো থেকে।

ওই অটো চালক ও যাত্রীর খোঁজে ৪টি পুলিশ টিম গঠন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি, অপহরণ, শারীরিক আঘাত ও ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে।